বগুড়ায় বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮৫ বার।

অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বগুড়ায় বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

 

তিনি জানান, সোমবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত গোয়েন্দা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় যুবলীগ ও ছাত্রলীগের পলাতক থাকা ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০),শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১), বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪),গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহবুব করিম ডালিম (৪০),বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্মসম্পাদক সবুজ মন্ডল (৩৪),ও বগুড়া শহর যুবলীগের ২১ নং ওয়ার্ডের সদস্য বাদল মণ্ডল (৩৪)।

 

গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেফতার ব্যক্তিদের নামে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরকদ্রব্য আইনসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।