উপজেলা নির্বাচন

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগর উপজেলার ৫ প্রার্থী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৪ ২০:২২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে রিটানিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৬ জন প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) আপিল আবেদন নিষ্পত্তি করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলা।  এতে রাণীনগর উপজেলায় তিন পদে ৫ জন আপিলকারী প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বিএ, বিএনপি সমর্থক আবাদপুকুর কলেজের অধ্যক্ষ সরদার মো. আব্দুল মালেক, ও আওয়ামী লীগ সমর্থক মো. মীর মোয়াজ্জেম হোসেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মামুন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. মর্জিনা। তবে বাতিল হাওয়া  মহিলা ভাইস চেয়ারম্যান  প্রার্থী সিমা বিবির প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য তিনি কোন আপিল করেন নাই। 

উপজেলা নির্বাচন অফিসার  মোঃ সাদ্দাম হোসেন জানান  রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতীক বরাদ্দ। আগামী ২৯ শে মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।