বগুড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে গেল ভোটের সরঞ্জাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মে ২০২৪ ১৭:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৯ বার।

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলায় ভোটগ্রহণ। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ ব্রিফিং করেন। 

 

ব্রিফিং শেষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সসহ ভোটের সরঞ্জাম দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম, আগামীকাল বুধবার সকালে ব্যালট পেপার দেওয়া হবে।

গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় ২২২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

প্রতিটি উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য মোতায়েনসহ র‌্যাব, পুলিশ, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়ায় প্রথম ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের বাহিনীর সদস্যরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে। আশা করছি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ 

ব্রিফিংকালে গাবতলীর  ইউএনও নুসরাত জাহান বন্যা, অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত ছিলেন।