ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় লকডাউনের ৭ম দিনে জরিমানা ৯৩ হাজার ৩০০

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ এপ্রিল ২০২১ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

বগুড়ায় লকডাউন কার্যকর করতে ৭ম দিনেও  সোচ্চার ছিল ভ্রাম্যমাণ আদালত।এদিন সরকারি নির্দেশনা অমান্য এবং লকডাউনের শর্ত ভঙ্গের অপরাধে জেলাজুড়ে  ৪৩টি মামলায় ৯৫ হাজার  ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর এবং বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন। অভিযান চলাকালে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

বগুড়া জেলা প্রশাসনের (জে এম শাখা এবং তথ্য ও অভিযোগ শাখা) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা পুণ্ড্রকথাকে জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অভিযানে ৮ মামলায় ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে-

আদমদীঘিতে ২ মামলায় ২ হাজার ৫০০ টাকা, ধুনটে ১০ মামলায় ২ হাজার ৬০০টাকা, কাহালুতে ৮ মামলায় ২ হাজার টাকা, নন্দীগ্রামে ৪ মামলায় ২ হাজার টাকা, শেরপুরে ৫ মামলায় ৫০০টাকা এবং ৬ মামলায় এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।